আতঙ্কে চালক হেল্পাররা, হুমকিতে সরবরাহ

মহাসড়কে ছিনতাইকারীদের টার্গেট ভোজ্যতেলের ট্রাক!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১, ২০২৫, ১২:২৬ এএম
ফাইল ছবি

যাত্রীবাহী গাড়ি নয়, রাতের মহাসড়কে এখন ছিনতাইকারীদের টার্গেট ভোজ্যতেল বহনকারী ট্রাক। তেলবাহী ট্রাক টার্গেট করেই সমপ্রতি ছিনতাইয়ের একাধিক ঘটনাও ঘটেছে।

সংশ্লিষ্টরা বলছেন, তেলবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনার পর চালকদের অনেকেই তেল পরিবহনে অনীহা প্রকাশ করছেন। মহাসড়কে এভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটলে বাজারে ফের তেল সরবরাহ বন্ধের উপক্রম হতে পারে।

তবে যে কটি স্পটে এসব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেসব এলাকার সংশ্লিষ্ট থানার পুলিশ বলছে, রাতে মহাসড়কে স্ব স্ব থানা এলাকার মধ্যে সর্বোচ্চ নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশও মহাসড়কের চুরি-ডাকাতি ঠেকাতে তৎপর রয়েছে। যে ঘটনাগুলো ইতোমধ্যেই ঘটে গেছে, সেগুলোতে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারেও অভিযান পরিচালনা করছে পুলিশ।

গত সোমবার মধ্য রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা এলাকা থেকে পামঅয়েলবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা থেকে ট্রাকটি ছিনতাই হয়।

ধামরাই থানা পুলিশ জানায়, ওই দিন বিকাল ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কামাল অয়েল মিলস লিমিটেড থেকে ১৪.৫ ওজনের প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৭৫ ড্রাম বাটারফ্লাই পামঅয়েল নিয়ে পাবনার উদ্দেশ্যে রওনা দেয় ট্রাক চালক শ্যামল কুমার বিশ্বাস ও হেলপার মাসুম। দুজনই পাবনার বাসিন্দা। রাত দেড়টার দিকে বালিথা এলাকায় পোঁছালে পিকআপ ভ্যানে আসা চার দুর্বৃত্ত তাদের ট্রাকটিকে ব্যারিকেড দেয়। দুর্বৃত্তরা চালকের মাথায় ও হেলপারের পিঠে জখম করে হাত, পা ও মুখ বেঁধে ফোন ছিনিয়ে নেয়। 

পরে তাদের ভ্যানে তুলে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে উপজেলার জয়পুরা এলাকায় রাস্তার পাশে কলাগাছের সাথে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাঁধন খুলে চালক ও হেলপার পার্শ্ববর্তী একটি হোটেলে থাকা লোকজনকে জানালে তারা ৯৯৯ এ ফোন করে ছিনতাইয়ের ঘটনাটি জানান। তখন ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে চালক-হেলাপারকে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় চালক বাদী হয়ে একটি মামলা করেছেন।

জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জড়িতদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে একাধিক টিম জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে। অভিযানে রূপগঞ্জ এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়ছে।

তিনি বলেন, যতটুকু মনে হয়েছে, চক্রটি নারায়ণগঞ্জের। যেখানে ট্রাকটি লোড করা হয় সেখান থেকেই তাদের টার্গেট করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই চক্রটিকে ধরতে সক্ষম হবো আমরা।

এর আগের দিন রোববার (২৭ এপ্রিল) রাতে বগুড়ার মহাস্থান সেতু এলাকা থেকেও   সয়াবিন তেলবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ট্রাকভর্তি সয়াবিন তেল নিয়ে রংপুর যাওয়ার পথে বগুড়ার মহাস্থান সেতু এলাকায় পোঁছালে ১০-১২ জনের একটি দল ট্রাকের কেবিনে ঢুকে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর ট্রাকের চালক আবদুল মালেক ও তার সহকারী নজরুল ইসলামকে অজ্ঞান করে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌর শহরের পূর্ব সরাইল ময়লার ভাগাড়ে ফেলে তেলভর্তি ট্রাক নিয়ে চলে যায়। পরদিন সোমবার বিকালে কর্দমাক্ত অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে মৃত ভেবে ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চায় প্রত্যক্ষদর্শীরা। পরে কালাই থানা পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, সয়াবিন তেলবোঝাই ট্রাকের চালক ও সহকারীকে অজ্ঞান অবস্থায় ময়লার ভাগাড় থেকে উদ্ধার করেছি আমরা। তবে ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বগুড়া সদর থানা এলাকায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন বলেন, ঘটনার পর একটি মামলা হয়েছে। ছিনতাই হওয়া ট্রাকও উদ্ধার করা হয়েছে। তবে ছিনতাইকারীদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। অভিযান চলছে বলে জানান তিনি। পু

লিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, সড়ক-মহাসড়কে চুরি-ডাকাতি ও ছিনতাই রোধে মাঠ পুলিশকে নির্দেশনা সবসময়ের জন্যই দেয়া আছে। জেলা পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে- তারা সবসময়ই কাজ করছে। শুধু ভোজ্যতেল ছিনতাই নয়, মহাসড়কে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ কাজ করছে।