Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ফরিদপুর পৌরসভা নির্বাচন বন্ধের প্রতিবাদে আ.লীগের সভা

ফরিদপুর প্রতিনিধি 

নভেম্বর ২৬, ২০২০, ০১:৪৫ পিএম


ফরিদপুর পৌরসভা নির্বাচন বন্ধের প্রতিবাদে আ.লীগের সভা

মহামান্য হাইকোর্টের আদেশে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থিগিত হয়েছে। এ আদেশের প্রতিবাদে ফরিদপুরে আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের অম্বিকা ময়দানে ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল বারী সানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ভোলা মাস্টার, শামীম হক, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মো. ফারুক হোসেন, আইভি মাসুদ, মেয়র প্রার্থী শেখ মাহতাব আলী মেথু, অমিতাভ বোস, আক্কাস হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে একটি বিশেষ মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই ষড়যন্ত্রকারীরা নিশ্চিত পরাজয় জেনে হাইকোর্টে গিয়ে নির্বাচন বন্ধের আদেশ এনেছে। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করার পর সেই চিহ্নিত মহলটি নিজেদের পরাজয় নিশ্চত জেনে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু ফরিদপুর পৌরবাসী এ ষড়যন্ত্র সফল হতে দেবে না। 

তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব দেশ যেমন এগিয়ে যাচ্ছে বলে একটি বিশেষ মহল নানাভাবে ষড়যন্ত্র করছে। তেমনি ফরিদপুর পৌরবাসীকে উন্নয়ন ও নতুন নেতৃত্ব থেকে বঞ্চিত করতে এ নির্বাচন বন্ধ করা হয়েছে। আমরা সম্মিলিতভাবে জনগণকে সাথে নিয়ে সব ধরণের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

আমারসংবাদ/কেএস