Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নৌকার জয়ে বাধা বিদ্রোহীরা

শহিদুল ইসলাম, নগরকান্দা

জানুয়ারি ২৫, ২০২১, ০১:২০ পিএম


নৌকার জয়ে বাধা বিদ্রোহীরা

পৌর নির্বাচনকে কেন্দ্র করে নগরকান্দায় উত্তাপ উৎকন্ঠা বিরাজ করছে। নৌকা সমর্থিত প্রার্থীর বিপক্ষে নিজ দলীয় একাধিক বিদ্রোহী প্রার্থী ভোটে অংশগ্রহণ করায় নৌকার সম্মান রক্ষা নিয়ে সংশয় তৈরী হয়েছে। 

এদিকে নির্বাচনকে ঘিরে এ পৌর এলাকার ভোটারদের মধ্যে দলীয় প্রার্থীদের নিয়ে নানা মতপার্থক্যের মতভেদে প্রকট আকার ধারণ করেছে। তৃর্নমুল সহায়ক রাজনীতির হাই প্রোফাইল নেতাদের দলীয় ভাবে বঞ্চিত করা হয়েছে বলে মনে করেন পৌর আওয়ামী লীগ ও পৌর বিএনপি এর সাধারণ নেতাকর্মিরাও সাধারণ ভোটারেরা। জাতীয় রাজনীতিতে বাংলাদেশের দুটি বৃহত দলের-ই কেন্দ্রীয় উচ্চমহলের রাজনৈতিক নীতিনির্ধারকেরা যাদের দলীয় প্রার্থী মনোনীত করায় এ মতানৈক্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে বলে জানা যায়। 

তাদের রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ এর নৌকার প্রার্থী হন নিমাই চন্দ্র সরকার ও জাতীয়তাবাদী বিএনপি থেকে ধানের শীষ প্রতীক পান আলিমুজ্জামান সেলু মিয়া। বিএনপি এর কোন বিদ্রোহী প্রার্থী না থাকলেও আওয়ামী লীগ এর একাধিক বিদ্রোহী প্রার্থী এ নির্বাচনে নির্বাচন করবেন বলে মত প্রকাশ করেছেন। 

মোঃ জাহিদুর রহমান (সুইট মিয়া), দেলোয়ার হোসেন (দুলু) কামরুজ্জামান (মিঠু) আরিফ আহম্মেদ (বিপ্লব) মনিরুজ্জামান (তুহিন মোল্যা) সহ একক স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুদুর রহমান (মাসুদ) নগরকান্দা পৌরসভাটি ফরিদপুর জেলার নগরকান্দা সালথা উপজেলায় অবস্থানগত ভাবে বাংলাদেশের রাজনীতিতে  দু'টি দলের হেভিওয়েট সিনিয়র রাজনীতিবিদ এর এলাকার, আওয়ামী লীগ বর্ষীয়ান নেত্রী সাংসদ উপনেতা প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগ এর ফুফু খ্যাতি নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর ও প্রয়াত বিএনপি এর মহাসচিব কে এম ওবায়দুর রহমান এর নিজ এলাকা হওয়ায় সকল নির্বাচনকে অন্য মাত্রায় রাজনৈতিক ভাবধারাকে প্রভাবিত করার মতপ্রকাশ করা হয়ে থাকে। 

নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করলেও, তাদের অনেকেরই অভিমত সুষ্ঠু নির্বাচন হলে চমৎকার কিছু একটা এ নির্বাচনে উপহার দেবেন তারা। 

এদিকে ৪র্থ ধাপের দেশের ৫৬টি পৌরসভা নির্বাচন এর লক্ষে ফরিদপুর জেলার ছয়টি পৌরসভার নগরকান্দা ও ভাঙ্গা পৌরসভা দু'টির তালিকা নির্ধারণ করে নির্বাচন কমিশন। এ জেলার অনান্য চারটি ফরিদপুর সদর, বোয়ালমারী মধুখালি, আলফাডাঙ্গা পৌরসভা ইতোমধ্যে গত ২৮/১২/ ২০ ২০ তাং ডিসেম্বর নির্বাচন কমিশন সম্পূর্ণ করেছেন। বাকি দুটি পৌরসভা নগরকান্দা ও ভাঙ্গা পৌরসভা নির্বাচন আগামী ১৪/২/২০২১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নগরকান্দা পৌর নির্বাচনকে সামনে রেখে মাত্র ৮৬৩৪ জন ভোটাদের মধ্যে গত তিন মাসের বেশী সময় ধরে সম্ভব্য মেয়র প্রার্থীরা মিছিল মিটিং গণ সংযোগ উঠোন বৈঠক পৌষ্টার ব্যানার ফেষ্টুনের মাধ্যমে পৌর এলাকা জুড়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। 

সর্বমোট পনের জনের পোষ্টার পরিলক্ষিত হলেও শেষে এসে মেয়র প্রার্থীর মনোনয়ন ফর্ম কেনেন নয় জন। একজন স্বতন্ত্রও একজন জাতীয়তাবাদী বিএনপি একজন, প্রার্থী ব্যাতিত অন্য ছয়জনের সকলেই আওয়ামী লীগ ঘরানার বলে প্রকাশ পায়। গত ১৯/১/২০২১ তাং নির্বাচন কমিশন কতৃক বাছাইয়ের পর্বে একজন বাদ পড়েন। দলীয় প্রার্থী অনুমোদন প্রাপ্ত (আ.লীগ) বিএনপি এর দু'জন বাদে আওয়ামী লীগ এর  বাকি ছয় জন এখনও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

নমিনেশন প্রত্যাহার শেষ তারিখ  ২৬/১/২০২১ (মঙ্গলবার) পরে হয় তো নগরকান্দা পৌর নির্বাচনের মাঠ পর্যায়ে কিছুটা ভিন্নতা আসতে পারে। 

আমারসংবাদ/কেএস