Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

তৃতীয় দিনে বেড়েছে নৌকার মনোনয়ন ফরম বিক্রির চাপ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৮, ২০২১, ০৭:২০ এএম


তৃতীয় দিনে বেড়েছে নৌকার মনোনয়ন ফরম বিক্রির চাপ

টানা তৃতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পত্র বিক্রি।  তবে অন্য দিনের থেকে আজ সোমবার মনোনয়ন পত্র সংগ্রহের চাপ বেড়েছে।  

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বিক্রির বুথগুলোর সামনে দেখাযায়-নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা স্ব স্ব ইউনিয়নের মনোনয়নপত্র সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন। তারা  নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন  ও জমা দিচ্ছেন।  কেউ মনোনয়ন ফরম সংগ্রহের পর মেঝেতে বসেই ফরম পূরণ করছেন। তারা জানান- অনেক দুর থেকে মনোনয়ন ফরম সংগ্রহে করতে এসেছেন। আজকেই ফরম জমা দিতে চান। জমা দিতে না পারলে ফের ঢাকায় থাকতে হবে তাদের। 

আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানাযায়- জেলা-উপজেলা থেকে প্রার্থীদের রেজ্যুলেশন আসতে শুরু করেছে।  ওই রেজ্যুলেশনে যাদের নাম পাঠানো হয়েছে।  তারা সকলেই এক সাথে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন।  একই সাথে যাদের নাম তৃণমূলের রেজ্যুলেশন থেকে বাদ পড়েছে। তারাও মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।  ফলে অন্য দিনের চেয়ে আজকে মনোনয়ন ফরম বিক্রির সংখ্যা বেড়েছে।  

মনোনয়ন ফরম বিক্রির খুলনা বিভাগের দায়িত্ব থাকা ছাত্রলীগের সাবেক নেতা  সম্রাট ইমরান সিরাজ আমার সংবাদ কে বলেন- গত দুদিনের থেকে আজকে মনোনয়ন বিক্রির চাপ কিছু টা বেড়েছে।  কেউ কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করে আজকেই জমা দিয়ে যাচ্ছেন।

আমারসংবাদ/ইএফ