Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ১

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২০, ০১:২৮ পিএম


পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ১ পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুরে পাথর শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে মাটি খনন করে পাথর উত্তোলন করার দাবিতে পাথর শ্রমিকরা মহাসড়ক অবরোধে করে। এসময় পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে ভজনপুরের গোনাগছ গ্রামের জুমার উদ্দিন (৫৫) নামে এক শ্রমিক নিহত হন ও ৮ পুলিশ সদস্যসহ আহত হয় প্রায় অর্ধশত। আহতদের মধ্যে অনেককে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর এলাকায় অঘোষিত ভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাটি কাটা ও পাথর উত্তোলনকারী শ্রমিকরা। এসময় বিক্ষোভকারীরা পুলিশের ২টি গাড়ি ও র‌্যাবের ১টি গাড়ি ভাংচুর করলে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে করে প্রায় ৫ ঘন্টা উত্তাপ বিরাজ করে পুরো এলাকা জুড়ে। সকাল থেকেই ভজনপুরের সকল প্রকার দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আমরা প্রায় ৫ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরিস্থিতি সামাল দিতে আমাদের একপ্রকার লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করতে হয়েছে। এ ঘটনায় ৮জন পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আমারসংবাদ/কেএস