Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ জেলের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি

মার্চ ২, ২০২০, ০৮:২১ এএম


নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ জেলের কারাদণ্ড

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা ও তেতুলিয়ায় সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ঘোষণার করার পরেও ভোলায় ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ১১ জেলের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় চার হাজার মিটার কারেন্ট জাল, ৬০ কেজি ইলিশ ও দুইটি নৌকা।

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম তাদের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সোহাগ, শাকিব, মাইনুদ্দিন, কবির, মনির, পারভেজ, ফারুক, নুরুন্নবী, সজিব, রাসেল ও মাসুম। তারা সবাই দৌলতখান উপজেলার ভবানিপুর ইউনিয়নের বাসিন্দা। কারাদণ্ড ছাড়াও তাঁদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।

আমারসংবাদ/এমআর