Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নাগরপুর মহিলা কলেজে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ৭, ২০২০, ০৯:২২ এএম


নাগরপুর মহিলা কলেজে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের আয়োজনে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে নাগরপুর মহিলা কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এ্যাড. মুলতান উদ্দিন।

৭ মার্চ উপলক্ষে আলোচনা করেন নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবির, অত্র কলেজের প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ মুহা.সাইদুর রহমান, গভর্নিং বডির সদস্য নিরেন্দ্র কুমার পোদ্দার।

প্রধান অতিথি আলহাজ্ব এ্যাড. মুলতান উদ্দিন বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের উপর গুরত্ব দিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্ব নেতা। তার ৭ মার্চ ভাষণের ফলে জাতি সঠিক দিকনির্দেশনা পেয়েছে। তার গুরত্বপূর্ণ ও নির্দেশনা মূলক ভাষণের কারণে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। তার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।

এ সময় নাগরপুর মহিলা কলেজ ও পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস