Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালিত করতে হবে: ভূমিমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

মার্চ ১৩, ২০২০, ১১:১৪ এএম


কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালিত করতে হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, আমি নিজে অন্যায় করি না, কাউকে অন্যায় করতে দেব না।’ তবে প্রত্যেক ভাল কাজে সাথে আমার সমর্থন থাকবে। আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালিত করতে হবে। তবে ইহকাল ও পরকালে নাজাতের উছিলা হবে। দলের কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে বোয়ালিয়া ওয়াহেদ পাড়া হযরত আবু বক্কর ছিদ্দিক (রঃ) জামে মসজিদ জুমার নামায আদায় কালে এ কথা বলেন।

পরে তিনি মিন্নত আলী দোভাষী হাট ডাকঘরের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোহাম্মদ জামাল উদ্দীন ও ইঞ্জিনিয়ার মো. সোলায়মান এর কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম,এ কাইয়ুম শাহ, ভূমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ছৈয়দ, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আলী আকবর, বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাঈনউদ্দীন গফুর খোকন প্রমুখ।

আমারসংবাদ/কেএস