Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ভৈরবে চড়া দামে চাল বিক্রি করায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

ভৈরব প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২০, ১১:১৩ এএম


ভৈরবে চড়া দামে চাল বিক্রি করায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

ভৈরবে চড়া দামে চাল বিক্রি করায় ৮ ব্যবসায়ী কে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যম্যমান আদালত। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার দ্রব্যমূল্যেও দাম না বাড়ানোর জন্য এবং করোনা মোকাবেলায় সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানালেও ভৈরববাজারের কিছু অসাধু ব্যবসায়ী সরকারের নির্দেশনা অমান্য কওে চড়াদামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও চাল বিক্রি করছে।

এমন সংবাদেও ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভৈরব বাজারে অভিযানে নামে ভ্র্যম্যমান আদালত।

অভিযানে পাইকারি চাল বিক্রিকারী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্য তালিকা না থাকায় এবং চড়াদামে চাল বিক্রির প্রমাণ পেয়ে ৮ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৪র ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন মো. যোবায়ের ,ভৈরব পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম। ভ্র্যম্যমান আদালতকে সহযোগিতা করেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আমারসংবাদ/কেএস