Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বোয়ালমারীতে গভীর রাতে কর্মহীনদের বাড়িতে ত্রাণ ইউএনও

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২০, ১১:১৫ এএম


বোয়ালমারীতে গভীর রাতে কর্মহীনদের বাড়িতে ত্রাণ ইউএনও

ফরিদপুরের বোয়ালমারীতে করোনা ভাইরাসের কারণে সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণা করায় অঘোষিত লকডাউনে নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়েছে।

এসব দিন মজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের খাদ্যসঙ্কট মোকাবেলায় শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ ছুটে গেলেন বোয়ালমারীর প্রত্যন্ত এলাকা শেখর ইউনিয়নের বাজিদাতপুর গ্রামের শিবু বালার বাড়িতে। তিনি নিজ হাতে কর্মহীন শিবু বালার হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী।

এছাড়া তিনি গভীর রাত অবধি পৌর সদর সহ উপজেলার শেখর ইউনিয়নের শেখর, বাজিদাতপুর গ্রামের বিভিন্ন কর্মহীন ও দুস্থদের বাড়ীতে গিয়ে নিজহাতে জন প্রতি ১০কেজি চাল, ২কেজি আলু ও ১ কেজি ডালের খাদ্র সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কার্র্যকর্মে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডে। এ সময় আইন অমান্য করে দোকান খোলা রেখে জন সমাগম করায় তিনজন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

আমারসংবাদ/কেএস