Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘লকডাউন’ দেখতে মানুষের জটলা, অজুহাতের শেষ নেই!

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৯, ২০২০, ০১:৩৪ পিএম


‘লকডাউন’ দেখতে মানুষের জটলা, অজুহাতের শেষ নেই!

আদাবরের ১৭ নম্বর সড়ক। প্রাণঘাতী করোনায় এরই মধ্যে লকডাউন করা হয়েছে পুরো সড়কটি। তবে লকডাউন করা হলেও সেখানকার নিছক কৌতূহলের বশে বেরিয়ে পড়ছেন ঘরের বাইরে। আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো কড়াকড়িও চোখে পড়েনি।

লকডাউনের মতো স্পর্শকাতর বিষয়টিকে এক প্রকার কৌতূহলে পরিণত করেছে আদাবরের ১৭ নম্বর সড়কটির বাসিন্দারা।

সেখানকার অনেকেই কোনো প্রয়োজন ছাড়া শুধুমাত্র লকডাউন হওয়া বাড়িগুলো দেখতে ঘরের বাইরে বেরিয়েছেন। যাদের অনেকেরই নেই প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বেরিয়ে আড্ডারত অনেকেই।

অনেকেই আবার ঘরের অবুঝ শিশুটিকে নিয়ে বেরিয়ে পড়েছেন ব্যক্তিগত কৌতূহল মেটাতে। এদের অধিকাংশেরই অবস্থান লকডাউন করা বাড়ির আশপাশ। তবে অজুহাতের শেষ নেই কারোই।

একজন বলেন, সারাদিন ঘরে ছিলাম। এখন ঘরে আর ভালো লাগে না, তাই একটু ঘুরতে বের হয়েছি।

রাজধানী জুড়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। তবে প্রধান সড়কে তাদের উপস্থিতি থাকলেও অলিগলি অরক্ষিত থাকার সুযোগ নিয়েছেন অনেকেই।

এদিকে, সেনাবাহিনীর এক সদস্য বলেন, করোনা নিয়ে যে বিধিনিষেধ এটা যেন সাধারণ মানুষ মেনে চলে। এ বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। এছাড়া অপ্রয়োজনীয়ভাবে কেউ যেন বাসার বাইরে না হয়, সে ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি।

আমারসংবাদ/জেডআই