Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

করোনায় পোশাক শিল্প মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৯, ২০২০, ০৬:২৬ পিএম


করোনায় পোশাক শিল্প মালিকের মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন তৈরি পোশাক শিল্প মালিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।

তবে কীভাবে তার দেহে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছিল তা জানা সম্ভব হয়নি।

কুয়েত মৈত্রী হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ষাটোর্ধ্ব ওই ব্যবসায়ী নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

তার শারীরিক অবস্থা খারাপ ছিল। ওজন ছিল ১০৪ কেজি। হার্টের প্রবলেম ছিল। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ আরও কিছু জটিলতায় ভুগছিলেন তিনি।

বিজিএমইএ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছে, প্রয়াতের জানাজা এবং দাফন সরকারি নিয়ম অনুযায়ী হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ৮৮ হাজার ৫০২ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭১৯ জন।এরমধ্যে বাংলাদেশে মারা গেছেন ২১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।

আমারসংবাদ/এআই