Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নারায়ণগঞ্জে লকডাউন ভেঙ্গে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২০, ০১:০৭ পিএম


নারায়ণগঞ্জে লকডাউন ভেঙ্গে শ্রমিকদের সড়ক অবরোধ

করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে মারা গেছে ২৬ জন। আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।

এত ভয়াবহ পরিস্থিতির মাঝেও অর্থাৎ লকডাউনের তোয়াক্কা না করেই প্যারাডাইস কেবলসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ এবং সড়কে অবস্থান নিয়েছে শ্রমিকরা। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল নিরব দর্শকের ভুমিকায়।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শেষ হয় বিকাল সাড়ে ৩ টায়। এ সময় শ্রমিকদের অবরোধে আটকা পড়ে থাকে কয়েকশ জরুরী কাজে নিয়োজিত পরিবহন। এছাড়াও দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা অপারগ হয়ে দাঁড়িয়ে থাকলেও এক পর্যায়ে র‌্যাব-১১’র সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে শ্রমিকরা অবস্থান কর্মসূচি ত্যাগ করে বাড়ি ফিরে যায়।

আন্দোলন রত শ্রমিকেরা জানায়, আমাদেরকে বেতন দেওয়ার ব্যাপারে মালিক পক্ষের সাথে আইশৃঙ্খলা বাহিনীর কথা বলবে জানিয়েছে। এছাড়াও জনসাধারণের সাময়ীক সমস্যার কারণে আজকের মত আন্দোলন স্থগিত করলেও বকেয়া বেতন না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একজন কর্মকর্তা সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।

অপরদিকে খানপুর কুমিদিনি বাগান এলাকার শত শত নারী পুরুষ সহ সাধারণ মানুষ ত্রান না পেয়ে রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে। এরা সবাই নাসিক ১৩নং ওয়ার্ডের বাসিন্দা।

আমারসংবাদ/কেএস