Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

অসহায় মানুষদের ভরসার নাম আলোকিত ‘স্নানঘাটা’

নিজস্ব প্রতিবেদক

মে ১৭, ২০২০, ০৪:৫৬ পিএম


অসহায় মানুষদের ভরসার নাম আলোকিত ‘স্নানঘাটা’

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে অসহায়, কর্মহীন ও খেটে খাওয়া মানুষদের কাছে ভরসার আশ্রয়স্থল হয়ে উঠেছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আলোকিত স্নানঘাটা’।

মাদারীপুর জেলার, কালকিনি উপজেলার স্নানঘাটার এই সেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি ইতোমধ্যেই ৩০০ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে। যেখানে প্রতিটি পরিবারের জন্য রয়েছে ৮ কেজি চাল এবং ১ কেজি করে ডাল, তেল, চিনি ও সেমাই।

আলোকিত স্নানঘাটা সংগঠন এর সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সহকারী অধ্যাপক আহাদুজ্জামান নাহিদ বলেন, করোনাভাইরাস মানুষের জীবনে কঠিন করে তুলেছে। অনেক মানুষ ঠিকমত দু’মুঠো খেতে পারছে না।

আমরা সেইসব অসহায় মানুষদের মুখে একটু খাবার তুলে দেয়ার চেষ্টা করছি। কোনো ব্যক্তি যদি খাবারের অভাবে ভোগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার খাবারের ব্যবস্থা করে দেবো।

এছাড়াও ‘আলোকিত স্নানঘাটা’ ঈদ উপলক্ষ্যে অসহায় কিছু পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করবে বলেও জানিয়েছেন সংগঠনটির সভাপতি।

আমারসংবাদ/আরআই/এআই