Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মেধাবী ছাত্র জুয়েল বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২০, ১০:৪২ এএম


মেধাবী ছাত্র জুয়েল বাঁচতে চায়

কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র ও সিরাজগঞ্জের তাড়াশের ছেলে জুয়েল রানা (২৫) বাঁচতে চায়। তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। এখন তার চিকিৎসার প্রায় ১২-১৩ লাখ টাকার প্রয়োজন।

এদিকে দিন দিন তার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে থেমে থেমে চলছে। ইতোমধ্যেই তার চিকিৎসায় পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। বর্তমানে অর্থাভাবে আটকে আছে তার চিকিৎসা।

জুয়েল রানা এখন ঢাকার আজমপুর আর্ক হসপিটালে ডা. হাসান হাফিজুর রহমানের কাছে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মেধাবী কলেজছাত্র জুয়েল রানা দুটি কিডনিই ২৫ভাগ নষ্ট হয়ে গেছে। এখন তাকে বাঁচাতে হলে চিকিৎসা করানো জরুরি। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১২-১৩ লাখ টাকা। তাহলেই বেঁচে যেতে পারেন জুয়েল। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। তাই ছেলেকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন বাবা মো. মন্টু খন্দকার।

সাহায্য পাঠানোর জন্য যোগাযোগের নাম্বার : ০১৯৩২৯০৩১৮৫, ০১৭১২-৬৪৫৬৩০।

জুয়েল রানা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পৌর এলাকার দক্ষিনপাড়ার মন্টু খন্দকারের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে জুয়েল রানা ছোট।

আমারসংবাদ/জেডআই