Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সরকার বয়ষ্ক ও বিধবা ভাতার আওতা বাড়িয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২০, ১১:০০ এএম


সরকার বয়ষ্ক ও বিধবা ভাতার আওতা বাড়িয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, করোনা মহামারীর কারণে সমাজের অসহায় জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত এ অসহায় জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আনা হচ্ছে।

তিনি বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার বয়ষ্ক ও বিধবা ভাতার আওতা বাড়িয়েছে। অসহায় মানুষকে ক্ষুদ্র ঋণ বিতরনের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে একটি হারবাল কোম্পানীর আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে ভেষজ উপকরণের কার্যকারীতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. আলমগীর মতি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির চেয়াম্যান মোঃ হারুন-উর-রশিদ।

প্রতিমন্ত্রী আরও বলেন, করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইউনানী ও আয়ুর্বেদীয় পদ্ধতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এ চিকিৎসা পদ্ধতির উন্নয়নে ভেষজ উদ্ভিদ রোপন বাড়াতে হবে। পাশাপাশি এ ধরণের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করতে হবে।

আমারসংবাদ/বিএইচ/জেডআই