Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নাগরপুরে নদী গর্ভে বসতভিটা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২০, ০২:৫৪ পিএম


নাগরপুরে নদী গর্ভে বসতভিটা

বন্যা পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদীর ভাঙন। ভাঙনের কবলে পড়ড়েছে কৃষকের জমি ঘরবাড়ী। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানীতে মুক্তিযোদ্ধার বাড়িসহ ভেঙে গেছে ৩টি বসতভিটা। গয়হাটা পাকা রাস্তার কেতার ভাঙ্গা ব্রীজটিও এখন হুমকির মুখে।

সরেজমিনে দেখা গেছে, নাগরপুরের উপরদিয়ে প্রবাহিত নোয়াই নদীর শাখা কলিয়া হয়ে দুয়াজানি উল্লেখিত কেতার ব্রীজের নিচ দিয়ে বেকড়া দিকে প্রবাহিত হয়েছে। বন্যায় নদীর পানি কমতে শুরু করলেই শুরু হয় আকস্মিক ভাঙন। এতে স্থানীয় মৃত মুক্তিযোদ্ধা মফিজের বাড়িসহ শহিদুল ও ময়নালের বসতবাড়ি ভাঙনের কবলে পড়েছে ও বসতবাড়ির ভিটে পাকা ঘরসহ বহু গাছপালা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। নি:স্ব হয়ে পড়েছে ৩টি পরিবার।

স্থানীয়রা জানালেন, ভাঙন প্রতিরোধে স্থানীয় প্রশাসন কোন উদ্যোগ নেই।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন বলেন, মৃত মুক্তিযোদ্ধার বসত বাড়িসহ তিনটি বাড়ি ভেঙে যাওয়ায় অসহায় হয়ে পরেছে তারা। ভাঙনের শুরুতেই ব্যবস্থা গ্রহণ করলে হয়ত রক্ষা করা সম্ভব হতো। কিন্তু দুদিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।

আমারসংবাদ/কেএস