Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ইলিশ ধরায় মিরপুরে ৪ জেলের জরিমানা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২০, ১০:৩৬ এএম


ইলিশ ধরায় মিরপুরে ৪ জেলের জরিমানা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় সরকারী নির্দেশনা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে চারজনকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম জানান, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে ইলিশ মাছ ধরা নিশিদ্ধ করেছে সরকার।

সরকারী নির্দেশনা অমান্য করে পদ্মায় মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৫হাজার মিটার কারেন্ট জাল ও  ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নিবাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২)(খ) এবং দন্ডবিধির ২৬৯ ধারায় নওদাখাদিমপুর গ্রামের শফিকুল (৪০), দোলন (৫২), ফরিদ (৪০) কে ৩ হাজার টাকা করে এবং একই এলাকার রাসেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত কারেন্ট জাল আগুন দিয়ে ধ্বংস এবয় মাছগুলোকে বিনামুল্যে একটি হাফেজিয়া মাদ্রাসায় দেয়া হয়।

আমারসংবাদ/এআই