Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

প্রাথমিকের শিক্ষকদের বিষয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২০, ০৩:৪০ এএম


প্রাথমিকের শিক্ষকদের বিষয়ে নতুন সিদ্ধান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির বিষয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে সরকার। বস্তুত এ মহামারিতে তাদের বদলি বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদফতর শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে নয়টি বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস মহমারিতে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ রাখা সমীচীন। এমতাবস্থায় করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

দেশের সব জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ছাড়াও উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, দেশে ৬৫ হাজারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন তিন লাখের বেশি শিক্ষক রয়েছেন।

আমারসংবাদ/জেডআই