Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বসলো ৩৮তম স্প্যান, দেখা যাচ্ছে পদ্মাসেতুর ৫৭০০ মিটার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২০, ১০:৪৫ এএম


বসলো ৩৮তম স্প্যান, দেখা যাচ্ছে পদ্মাসেতুর ৫৭০০ মিটার

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ১ও ২নং পিয়ার উপর ৩৮তম স্প্যান স্প্যান ‘ওয়ান-এ’ বসানো হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে পদ্মাসেতুর ৫ হাজার ৭০০ মিটার। 

শনিবার (২১ নভেম্বর) ২ টা ৩৫ মিনিটে পদ্মাসেতুর প্রকৌশলীদের সহযোগিতায় ৩৮ তম স্প্যানটি সফল বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৭ শত মিটার অংশ। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোঃ আব্দুল কাদের জানান, স্প্যানটি ১৬ই নভেম্বর বসানাের পূর্ব সিডিউল ছিলো। 

তবে নির্ধারিত পিয়ার দুইটির একটি ডাঙায় অপরটি নদীত থাকায় ড্রেজিং করে পিয়ার দুটির মাঝের স্থানটি স্প্যানবাহী ভাসমান ক্রেণের চলাচলর উপযােগী করতে হয়েছে। 

এরপর কারিগরি অন্যান্য বিষয় প্রস্থত করতে আরাে কয়েকদিন সময় লেগে যায়।

শনিবার সকাল ৯টায় কুমারভাগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেণ তিয়ান-ই ১৫০মিটার দৈর্ঘ্যের ৩৮ তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ার উদ্দেশ্যে রওনা হয়।

উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলামিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দােতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামাে। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে। 

আমারসংবাদ/এআই