Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বেনাপোল স্থলবন্দরে যৌথ এন্ট্রি শাখার উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২০, ১২:২০ পিএম


বেনাপোল স্থলবন্দরে যৌথ এন্ট্রি শাখার উদ্বোধন

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য সহজ করতে কাস্টমস, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন্দরের যৌথ এন্ট্রি শাখা উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে এ এন্ট্রি শাখা উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, আগে আমদানি-রফতানির জন্য তিন জায়গায় তিন বার একই তথ্য এন্ট্রি করতে হতো। 

এতে করে দিনে ২০০ থেকে ৩০০ গাড়ির বেশি পণ্য আমদানি-রফতানি হতো না। এখন থেকে এক জায়গায় এন্ট্রি করা হবে। তাতে সময় কম লাগবে ও আমদানি-রফতানি আরও বাড়বে। সরকারের রাজস্ব আয়ও বাড়বে এতে।

কমিশনার আজিজুর রহমান জানান, আগে আমদানি-রফতানি বাণিজ্যের সময় একই তথ্য কাস্টমস, বিজিবি ও বন্দরের কাছে তিনবার এন্ট্রি করতে হতো। 

এতে করে দ্রুত বাণিজ্য স¤প্রসারণ বাধাগ্রস্থ হতো। এজন্য বাণিজ্য সহজ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ যৌথ এন্ট্রি শাখার কারণে এখন আমদানি-রফতানি বাণিজ্য যেমন বাড়বে, তেমনি রাজস্ব আয়ও বাড়বে।

আমারসংবাদ/এআই