Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

যশোরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

যশোর প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২০, ১০:৩৫ এএম


যশোরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য অপসারণের নামে স্বাধীনতা বিরোধী চক্রের হুমকির প্রতিবাদে বুধবার (২৫ নভেম্বর) যশোরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা শাখার উদ্যোগে বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশিদ ও সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল প্রমুখ। 

বক্তরা বলেন, ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যকে ‘মূর্তি’ আখ্যা দিয়ে তা অপসারণের দাবি করছে কিছু প্রতিক্রিয়াশীল মৌলবাদী গোষ্ঠী। 

তাদের এ দাবিকে ‘কট্টর’ আখ্যা দিয়ে বলেন, মৌলবাদীদের এই আস্ফালনকে কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও সমমনা সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অবিলম্বে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

আমারসংবাদ/এআই