Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মাদক-বাল্য বিয়ে প্রতিরোধে নাচোল উপজেলা প্রশাসনের সমাবেশ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২০, ১১:১০ এএম


মাদক-বাল্য বিয়ে প্রতিরোধে নাচোল উপজেলা প্রশাসনের সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও শপথ বাক্য পাঠ করান জেলার অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল ইসলাম।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান, নাচোল সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র ডাঃ মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, নাচোল ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম ও ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকোর ট্রেনিং এন্ড এ্যাডভকেসী অফিসার আবুল কালাম আজাদ।

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কাজী, ইমাম, মিডিয়াকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক/শিক্ষার্থী, এনজিও এবং মানবাধিকার কর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিয়ে প্রতিরোধ, পারিবারিক সহিংসতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

আমারসংবাদ/এআই