Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মধুখালী পৌর নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা-ধানের শীষে

এন কে বি নয়ন, ফরিদপুর 

নভেম্বর ২৮, ২০২০, ০৬:২৫ এএম


মধুখালী পৌর নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা-ধানের শীষে

পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের বিরামহীন প্রচার-প্রচারনায় গোটা এলাকাজুড়ে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। 

আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর জেলার মধুখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে লড়াইয়ে নেমেছেন বর্তমান মেয়র ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন এবং বিএনপি থেকে ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ।

নির্বাচনকে সামনে রেখে দুই দলের দুই মেয়র প্রার্থী নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিগত দিনের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি নিয়ে নৌকার সমর্থকেরা এবং উন্নয়নের নামে লুটপাট হয়েছে এমন অভিযোগ তুলে ধানের শীষ প্রার্থীর সমর্থকেরা ভোট চাইছেন। 

সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারনায় সরগরম গোটা পৌর এলাকাজুড়ে। এবারের নির্বাচনে নারী ভোটারদের যিনি মন জয় করতে পারবেন তিনিই হবেন পৌর পিতা এমন মন্তব্য সচেতন মহলের।

আবার প্রার্থীদের ভাল-মন্দের দিক বিবেচনার পাশাপাশি বিগতদিনে সুখেদুঃখে কে ছিলেন পাশে ভবিষ্যৎে কে থাকবে, উন্নয়ন দিতে পারবে এ হিসাবও কষছেন সাধারণ ভোটাররা।

মেয়র পদের বিএনপির প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তার আশংকার কথা তুলে ধরে বলেন, গত নির্বাচনে প্রশাসনের সহায়তা নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মহোৎসব করে জিতেছিলেন। সকল কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল। নির্বাচনের পর নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর পাশাপাশি গ্রেফতার করা হয়। 

এবারের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্র দখল করে ভোট চুরি করে নির্বাচিত হবার পাঁয়তারা চালাচ্ছে।তবে,এবছর যেহেতু ইভিএম-এ ভোট হবে সেহেতু আমরা কেন্দ্র পাহারা দিয়ে যার যার ভোট তাকে দেবার ব্যবস্থা করবো।এ বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।

বিএনপি প্রার্থীর আনিত সকল অভিযোগ মিথ্যা ভিত্তিহীন এবং নির্বাচনে ভোট কারচুপির বিষয়টি নাকচ করে দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন বলেন,জনগনের রায় নিয়েই আমি ফের নির্বাচিত হবো 

এমনটাই প্রত্যাশা করি।ভোট কারচুপি করে জেতার কোন ইচ্ছে আমার নেই।আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জনগণ গতবার সুষ্ঠ-নিরপেক্ষ ভোটের মাধ্যমে পরাজিত করে সমুচিৎ জবাব দিয়েছিল।আশাকরি এবারও পৌরবাসী তাকে পুনরায় পরাজিত করে ভালো-মন্দের জবাব দেবে। 

তিনি ভোটের সময় মাঠে নেমে নির্বাচনে ভরাডুবি বুঝতে পেরেছেন।প্রচারণার শুরুতেই পরাজয়ের শব্দ শুনে বিএনপির প্রার্থী হতাশ হয়ে মিথ্যার গীত গাইছে।নৌকার প্রার্থী,মেয়র মোরশেদ রহমান লিমন আরো বলেন,বিগত দিনগুলোতে পৌরবাসীর সুখেদুঃখে,উন্নয়ন দিয়ে সেবক হয়ে সার্বক্ষণিক পাশে থেকে চলছি।পৌরবাসী আমার প্রাণ,আমার শক্তি। 

তাদের প্রতি আমার বিশ্বাস আছে,আস্থা আছে,জনগণ অবিশ্বাস্য ভোটের ব্যবধানে নৌকা মার্কাকে বিজয়ী করবে।তবুও বলি,জনগন যাকে ইচ্ছে তাকেই নির্বাচিত করবে।জনগন যে রায় দেবে তা আমি মেনে নেবো।

১২ বর্গ কিলোমিটার নিয়ে মধুখালী পৌরসভাটি গঠন হয় ২০১২ সালে। ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৯৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ হাজার ৯শ ২ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১০ হাজার ৮৮ জন।

আমারসংবাদ/এআই