Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

"বাংলাদেশ একদিন মালয়েশিয়া-সুইজাল্যান্ড-জাপানের মতো হবে"

রূপগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২০, ০৭:৩০ এএম


ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতালক্ষার দুইপাশ "রাখবো" পরিস্কার লাগাবো গাছ এ প্রতিপাদ্য নিয়ে রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে লায়ন মীর আব্দুল আলীম বলেন "মানুষ স্বপ্ন দেখে ঘুমিয়ে, আমি দেখি চেয়ে চেয়ে"।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রূপগঞ্জ ভূলতা পুলিশ ফাড়ির সামনে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত থাকেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহীন ফরাজী, ইউএনও শাহ নূসরাত জাহান, ছাত্রলীগের সভাপতি ফয়সাল শিকদার, ডিকেএমসির পরিচালক নজরুল ইসলাম, মানবাধীকারের কমিশনের জেনারেল সেক্রেটারী সুমন মাস্টার আবু ওবায়দা, রাকিব প্রমুখ।

আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে পরিবেশ রক্ষায় সচেতন হতে সবাইকে উদ্দেশ্য করে লায়ন মীর আব্দুল আলীম বলেন, আমাদের দেশ একদিন সিংগাপুর, মালয়েশিয়া, সুইজাল্যান্ড, জাপানের মত হবে। তবে আমরা যদি সকলে এ কাজের সাথে সম্পৃক্ত হই।  

আজ যেমন রূপগঞ্জে গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়ে সমাজের মধ্যে সচেতননতা সৃষ্টি করছে। তেমনি তাদের মত সচেতন হতে পারলে আমাদের এ দেশ ঠিকই সিংগাপুর, মালয়েশিয়া, সুইজারল্যান্ড ও জাপানের মত হবে।

আমারসংবাদ/এআই