Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

তাড়াশে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২০, ০৯:০৫ এএম


তাড়াশে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাঠে বোনা রোপা আমন ধান কাটা শুরু হয়েছে বেশ কয়েক দিন আগে। চলতি বছর আমন ধানরে ফলন ভালো হওয়াতে ও ভালো দাম পাওয়ায় কৃষকরে চোখে মুখে হাসি ফুটেছে।

জানা গেছে, সিরাজগঞ্জরে তাড়াশ উপজেলায় বয়ে যাওয়া চলনবিলের বিস্তীর্ণ ফসলি মাঠে সরসড়য়িা, দঘিা, সাদা দিঘা, কাজল দিঘা সহ বভিন্নি জাতের বোনা রোপা আমন ধান কাটা এক মহা ধুম পরেছে। 

বর্তমানে কৃষকরে আঙিনায় ধান মাড়াই শুর হয়েছে কয়েক দিন আগে। সেই সাথে নতুন ধানের ম ম গন্ধ ছড়িয়ে পরেছে চারিদিকে। উপজেলার চলতি বছর স্থানীয় যানাযায় কাটাগারী গ্রামের কৃষক সুলতান মাহমুদ,লোকমান,মোস্তফা জানান, প্রকারভেদে বিভিন্ন মাঠে বিঘা প্রতি ৮-১২ মণ হারে ফলন ভালো হয়েছে।

আব্দুল করমি, শাহাদৎ হোসনে, কলিম একাধকি কৃষক জানান, এবার আমন ধানরে আবাদ মূলত কৃষকরে জন্যে লাভের আবাদ। এ আবাদে শুধু বীজ ছিটিয়ে আসলেই হলো। রাসায়নকি সার ও কীটনাশকরে খরচ কম থাকায় যে ফলন পাওয়া যায় তাতইে কৃষকের লাভ হয়। 

এদিকে উপজেলার হাট বাজারে নতুন আমন ধান প্রতি মণ (১০৫০-১১৫০) টাকায় বিক্রি হচ্ছে। 

তাড়াশ উপজলো কৃষি র্কমর্কতা কৃষবিদি লুৎফুলন্নাহার লুনা জানান, চলতি বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করা যাচ্ছে চলতি মৌসুমে আমন ধানরে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবো।

আমারসংবাদ/এআই