Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

গফরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

গফরগাঁও প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২০, ০৯:১০ এএম


 গফরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের মতো ময়মনসিংহের গফরগাঁওয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

গফরগাঁওয়ে কর্মরত ৮৬ জন শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকপ্লেক্স প্রাঙ্গনে শুরু হওয়া এ কর্মসূচি অংশ নেন।

কর্মবিরতি চলাকালে গফরগাঁও উপজেলা হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন-যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান, সদস্য সচিব আজহারুল ইসলাম, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনে সাধারণ সম্পাদক খায়রুল বাশার প্রমুখ।

এসময় বক্তারা জানান, গত ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দেন। ২০১৮ সালের ২ জানুয়ারী তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণের জন্য কমিটি গঠন করেন। 

সর্বশেষ চলতি বছরের ২০ জানুয়ারী তারা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও মহাপরিচালক তাদের দাবী মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। কিন্তু আজও তাদের বেতন বৈষম্য নিরসনের দাবী বাস্তবায়ন হয়নি। দ্রুত তারা এর বাস্তবায়ন চান তারা।

আমারসংবাদ/এআই