Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

মা-বাবার দশ মাসের কষ্টের মূল্য মাত্র ১২০০০ টাকা!

রাজশাহী প্রতিনিধি 

নভেম্বর ২৮, ২০২০, ০৩:৩৫ পিএম


মা-বাবার দশ মাসের কষ্টের মূল্য মাত্র ১২০০০ টাকা!

রাজশাহীর এক দম্পতি ১২ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সী সন্তানকে বিক্রি করেছে বলে খবর পাওয়া গেছে। বাচ্চা বিক্রির মধ্যস্থতাকারীদের দাবি, স্বামীর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে শিশুসন্তান বিক্রি করেন মা।

বিষয়টি জানতে পেরে পুলিশ বাচ্চা বিক্রির সঙ্গে জড়িতদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। খোঁজ চলছে শিশুটির বাবা-মারও। যদিও বাচ্চা বিক্রির পরই তারা পালিয়েছেন।

জানা গেছে, ফুটফুটে সুমাইয়ার বয়স ছয় মাস। এখনো মায়ের দুধই তার মূল খাবার। জন্মের পর যে কোলে ভরসার ওম পেয়েছিলো, সেই মা তাকে দু’দিন আগে ১২ হাজার টাকায় বিক্রি করেছেন। কেনার পর থেকে বাচ্চাটি লালন-পালন করছেন গাইবান্ধার এক নিঃসন্তান দম্পতি।

বিক্রির সমস্ত আয়োজন করেছেন নগরীর রেল স্টেশন এলাকার ছিন্নমূল শারীরিক প্রতিবন্ধী নারী সীমা। তিনি ভদ্রা বস্তির বাসিন্দা রোকেয়ার মাধ্যমে বাচ্চা বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করেন। সীমার দাবি, স্বামীর চিকিৎসার টাকা যোগাতে বাচ্চাটি বিক্রি করেছেন তার মা।

বিষয়টি জানতে পেরে বাচ্চা কেনার সাথে সংশ্লিষ্টদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খোঁজা হচ্ছে বিক্রেতা দম্পতিকেও। 

জানা যায়, গত বছর সীমা তার নিজের সন্তানকেও ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন।

আমারসংবাদ/এমআর