Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

যাবজ্জীবন সাজা মানে মৃত্যু পর্যন্ত কারাবাস: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৯, ২০২০, ০৪:৫৫ পিএম


যাবজ্জীবন সাজা মানে মৃত্যু পর্যন্ত কারাবাস: আপিল বিভাগ

দণ্ডবিধির ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন সাজা মানে মৃত্যু পর্যন্ত কারাবাস বলে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ।

‘যাবজ্জীবন সাজা মানে আমৃত্যু কারাদণ্ড’- এ সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে রোববার (২৯ নভেম্বর) এই পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচাপতির আপিল বেঞ্চ।

উল্লেখ্য, ২০০১ সালে সাভারে জামান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০০৩ সালে তিনজনকে মৃত্যুদণ্ড দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতে এ দণ্ড বহাল থাকে। এর বিরুদ্ধে আপিলের পর ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আসামিদের মৃত্যুদণ্ড মওকুফ করে আমৃত্যু কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত।

এদিকে ২০১৭ সালের ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ মামলার ৯২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশিত হয়। পরে ২০১৭ সালের ০৫ নভেম্বর আতাউর রহমান মৃধার আইনজীবী ওই রায়ের রিভিউয়ের কথা গণমাধ্যমকে জানান।

আমারসংবাদ/জেডআই