Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২০, ১২:২০ পিএম


কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ চন্দ্রা ত্রিমোর এলাকায় সোমবার (৩০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

এসময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সরকার পৌর আইন ২০০৯ এর ৪৩ ধারা ও ভোক্তা অধিকার আইন মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালনা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকলকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, মাস্ক না পরায় কালামপুর এলাকার দুইজনকে ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহিদুল আলম তালুকদার, কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) মোঃ কালাম হোসেন,  পৌর কর নির্ধারক খন্দকার আনোয়ারুল মামুন।

এছাড়া নয়টি হোটেল ও তিনটি টেলিকমকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে মেজবানী সুইট এন্ড রেস্টুরেন্টকে ২৫০০, রনি টেলিকমকে ১০০০, মনিরুল টি স্টল ৫০০, চন্দ্রা ফুড প্লাজা ১০০০, হাজী বিরানী হাউস ১০০০, চন্দ্রা ৭ স্টার হোটেলকে ২০০০, সকাল সন্ধা রেস্টুরেন্টকে ৫০০০,  আজিজ স্টোরকে ৫০০০, আজিজ টিলিকম ২০০০, মা টেলিকমকে ২০০০, হোটেল বিরতীকে ৫০০০, ভাই- ভাই হোটেলকে ২০০০ টাকা করা হয়েছে। 

আমারসংবাদ/এআই