Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

৪২ ও ৪৩তম বি‌সিএ‌সের বিজ্ঞ‌প্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২০, ০৩:১০ পিএম


৪২ ও ৪৩তম বি‌সিএ‌সের বিজ্ঞ‌প্তি প্রকাশ

সরকারি চাকরিতে নিয়োগে একই দিনে ৪২তম বি‌শেষ এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ক‌রে‌ছে সরকা‌রি কর্ম ক‌মিশন (পিএসসি)।

‌সোমবার (৩০ নভেম্বর) রাতে ক‌মিশ‌নের ও‌য়েবসাই‌টে দুই বি‌সিএ‌সের বিজ্ঞ‌প্তি একস‌ঙ্গে প্রকাশ করা হয়।

৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে পারবেন।

আরো পড়ুন: ম্যারাডোনার মৃত্যুতে বাবু খাবেনা ৭ দিন

এ বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ বিসিএসের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।

আরো পড়ুন: হিন্দু সেজে পুণ্যস্নানে গিয়ে ধরা ৫ মুসলিম যুবক

এদিকে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

আরো পড়ুন: ২৩ পৌরসভায় বিএনপির মেয়র পদে মনোনয়ন পেলেন যারা

আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৩তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা।  

আরো পড়ুন:-

ডিআরইউর নতুন সভাপতি নোমানী, সম্পাদক মসিউর

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাব্যবস্থার পরিবর্তন: শিক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সেনাবাহিনী ও পুলিশে চাকরির সুযোগ

যাবজ্জীবন সাজা কত বছর

আমারসংবাদ/জেআই