Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১, ২০২০, ০৭:৫০ এএম


৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

দেশের তিনি জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুরে ৩ জন, মানিকগঞ্জ ও চুয়াডাঙ্গায় একজন করে মোট দুইজন মারা গেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের সরকারি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরবড়ালী গ্রামের আব্দুস ছোবহান স্বপনের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন। নিহত জাহাঙ্গীর রায়পুর উপজেলার চরমোহন ইউনিয়নের মনীর মুন্সীর ছেলে। তিনি তিন ছেলে সন্তানের জনক ছিলেন। এছাড়া নিহত মামুন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের বাসিন্দা ছিলেন।

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় বাসের চাপায় আবু সাঈদ (১৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান সাঈদ। তিনি ঘিওর উপজেলার শোলধরা গ্রামের কোরবান আলীর ছেলে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক ইব্রাহিম হোসেনের (২৮) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাথে থাকা ভাতিজা নাজমুল হুদা (২৪)। মঙ্গলবার সকাল ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম একই উপজেলার বড়গাংনী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

আমারসংবাদ/এআই