Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

জানালার গ্রিল ভেঙে পালালো ৮ কিশোর অপরাধী

যশোর প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২০, ০৮:২০ এএম


জানালার গ্রিল ভেঙে পালালো ৮ কিশোর অপরাধী

রোববার গভীর রাতে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে জানালার গ্রিল ভেঙে আট কিশোর অপরাধী পালিয়েছে। সিসি ক্যামেরার ভিডিওতে তাদেরকে পালিয়ে যেতে দেখা গেছে।

কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পলাতক এ আট কিশোরের মধ্যে যশোরের ১৭, ১৫ ও ১৪ বছর বয়সী তিনজন, ১৪ ও ১৭ বছর বয়সী খুলনার দুইজন, ১৮ বছর বয়সী গোপালগঞ্জের একজন এবং ১৫ বছর বয়সী নড়াইল ও বরিশালের একজন করে কিশোর রয়েছে বলে জানান যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত উচ্ছৃঙ্খলার কারণে এ আট জনকে একটি কক্ষে স্পেশাল কোয়ারেন্টাইনে রাখা হয়। কক্ষের জানালার গ্রিলগুলো খুবই দুর্বল। ওই গ্রিল ভেঙে বিদ্যুতের কাজের জন্য ব্যবহৃত মই বেয়ে উচু প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যায় তারা।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গত অগাস্ট মাসে তিন কিশোর হত্যার ঘটনার পর থেকে পলানোর সংখ্যা বেড়েছে জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, গত ৩ থেকে ৪ দিন আগে কেন্দ্রের সুয়ারেজ ড্রেন দিয়ে তিন কিশোর পালিয়ে যায়। এছাড়া ছাদ থেকে লাফ দিয়ে এবং গাছ বেয়েও পলায়নের ঘটনা ঘটেছে। তবে ওই পলাতক সবাইকে আটক করা হয়েছে।

আমারসংবাদ/এআই