Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ভালুকায় হাসপাতাল-ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২০, ১১:৩৫ এএম


ভালুকায় হাসপাতাল-ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরের পৌর এলাকায় পাঁচটি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে ৪টি হাসপাতালে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সকাল হইতে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইন উদ্দিন। 

এসময় ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ এবিএম মশিউল আলম ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্ত ডাঃ সোহেলী শারমিন উপস্থিত ছিলেন।

প্রতিশ্রুত সেবা না দেয়ায়, সেবার মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৯ ও ৪৫ ধারায় ভালুকা জেনারেল হাসপাতাল ৫০ হাজার, ফাহিম জেনারেল হাসপাতাল ৫০ হাজার, ডিজিটাল হাসপাতাল ৩০ হাজার ও মাস্টার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এসময় মাহির হাসপাতালের ব্যবস্থাপনা পরিদর্শন করে জেলা সিভিল সার্জন ও নির্বাহী ম্যজিস্টেট সন্তোষ প্রকাশ করেন।

নির্বাহী ম্যজিস্টেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইন উদ্দিন বলেন, প্রতিশ্রুত সেবা না দেয়ায়, সেবার মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩৯ ও ৪৫ ধারায় হাসপাতাল গুলোকে জরিমানা করা হয়েছে।

আমারসংবাদ/এআই