Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

রবিউল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়)

ডিসেম্বর ১৮, ২০২০, ০৪:২৫ এএম


 তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

প্রতিদিনই ধাপে ধাপে কমছে দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা। গত তিন দিন থেকে দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

আজ সকাল ৯ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালেই সূর্যের মুখ দেখা দিলেও রোদের তীব্রতা নেই বললেই চলে , উত্তরের হিমেল বাতাস আজো কাপিয়ে তুলছে তেঁতুলিয়ার মানুষদের।

এই উপজেলায় প্রতিবছরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেশির ভাগ সময় বিরাজমান হয়ে থেকে।

এবারো তার ব্যতিক্রম নয়, এবারও ঘন কুয়াশা ও তীব্র শীত অনুভব হওয়া শুরু হয়েছে এই অঞ্চলে। এতে বিপাকে পরেছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষেরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ আমার সংবাদকে বলেন , গত তিন থেকেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। তেঁতুলিয়াতে প্রতিদিনই ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা, গত বুধবার (১৬ ডিসেম্বর ) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়, এর আগে গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সর্ব নিম্ন রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

আমারসংবাদ/এআই