Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

ডিসেম্বর ১৯, ২০২০, ০২:১৫ পিএম


শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

পর্যটন নগরী খ্যাত চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়ছে পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা। এই শৈত্য প্রবাহের কারণে শীতের তীব্রতা আরও বাড়বে বলে ধারণা করছেন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা।
 
শনিবার (১৯ ডিসেম্বর) শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে এটিই চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।

ঘন কুয়াশার কারণে যানচলাচলেও সমস্যার সম্মুখীন হচ্ছেন চালকরা। এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে বেশি। অনেক সময়ই দুর্ঘটনায় অকালে প্রাণ হারায় কেউ কেউ। 

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৬-৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রাত ১২টায় রেকর্ড করেছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

শনিবার ১৯ ডিসেম্বর সকাল ৬-৯ টার মধ্যে তাপমাত্রা দাঁড়ায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি। এটিই এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান। 

এরআগে ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।
 
শীতের তীব্রতার বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, শীত বাড়ার সাথে সাথে শীত কালীন রোগ সর্দি-জ্বর-কাশি বেড়ে যায়। 

যেহেতু আমাদের এলাকায় এখন পর্যন্ত ঐরকম পর্যায়ে যায়নি, তবে শীত বাড়ছে বলে আমরা এর মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছি।এসময় বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ যত্ন নেয়ার আহবান জানান। 

আমারসংবাদ/এআই