Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

তেঁতুলিয়া থেকে কিশোরগঞ্জ বিআরটিসি বাস চালু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২০, ০১:২৫ পিএম


তেঁতুলিয়া থেকে কিশোরগঞ্জ বিআরটিসি বাস চালু

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জ পর্যন্ত চালু হলো বহুল প্রত্যাশিত দুরপাল্লা যানের বিআরটিসি বাস। দুরপাল্লার এ বাসটি চালু হওয়ায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো তেঁতুলিয়াবাসীর। এখন থেকে বিআরটিসি বাসে করে তেঁতুলিয়া থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জ নিয়মিত যাতায়াত করতে পারবেন যাত্রীরা কনো ভোগান্তি ছাড়াই।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার স্বপ্ন গেস্ট প্রাঙ্গনে নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরটিসির বাসের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, মডেল থানার ওসি আবু সায়েম, রংপুর বিভাগীয় বিআরটিসির সিবিএ'র সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, তিরনইহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও স্বপ্ন গেস্ট হাউজের কর্ণধার কাজী মকসেদুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মজাহারুল হক প্রধান বলেন, বাংলাবান্ধা হতে ময়মনসিংহের কিশোরগঞ্জ সরাসরি এ বাস চলাচল করবে। তেঁতুলিয়ার অনেক ছেলেমেয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করে। অনেক ময়মনসিংহের মানুষ এ এলাকায় বসবাস করছে। তাদেরসহ সবার সুবিধার্থে দীর্ঘদিনের প্রত্যাশিত বিআরটিসির বাসের শুভ উদ্বোধন করা হলো।

রংপুর বিভাগীয় বিআরটিসির সিবিএ'র সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, পঞ্চগড় ভায়া হয়ে ঠাকুরগাঁও, দশমাইল, সৈয়দপুর, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ রোড, এলেঙ্গা, ঘাটাইল, মধুপুর, মুক্তাগাছা, ময়মনসিংহ, নান্দাইল হয়ে কিশোরগঞ্জ যাতায়াত করতে পারবেন যাত্রীরা। 

বহুল প্রত্যাশিত এ বিআরটিসির বাসটির অপেক্ষায় ছিলেন যাত্রীরা। প্রতিদিন বিআরটিসির বাসটি বিকেল সাড়ে ৪টায় তেঁতুলিয়া হতে কিশোরগঞ্জের উদ্দেশে ছাড়বে।

আমারসংবাদ/এআই