Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সিনিয়র সচিব হলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২১, ০২:০০ পিএম


সিনিয়র সচিব হলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারকে সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়ে সোমবার (১১ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যা আগামী ১৪ জানুয়ারি ২০২১ তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ৭ম ব্যাচের (১৯৮৫)  কর্মকর্তা কাজী রওশন আক্তার এর আগে ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ লাভ করে ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখ বিসিএস প্রশাসন একাডেমিতে রেক্টর হিসেবে যোগদান করেন। তিনি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের সচিব হিসেবে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর পদে দায়িত্ব পালন করেন।

কাজী রওশন আক্তার ২০২০ সালের ১ জানুয়ারিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। 

কাজী রওশন আক্তার যুগ্মসচিব পদে বিসিআইসির পরিচালক ও জনপ্রশাসন মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগেও দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

সচিব কাজী রওশন আক্তার যশোর ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় মাঠ প্রশাসনের বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন।

আমারসংবাদ/জেআই