Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ক্ষতিপূরণ চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৮, ২০২১, ০৩:২৫ পিএম


করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ক্ষতিপূরণ চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

করোনাভাইরাসে আক্রান্ত ১০ হাজার পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগের (পুলিশ-২) উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালনকালে করােনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন।  

সরকার ঘােষিত পরিপত্রে শর্তানুযায়ী দায়িত্ব পালনকালে কোভিডে আক্রান্ত হলে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত থাকায় আক্রান্ত প্রায় ১০ হাজার পুলিশ সদস্য কর্তৃক ক্ষতিপূরণ প্রাপ্তির লক্ষ্যে পুলিশ অধিদপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করেন।

অর্থ বিভাগের জারিকৃত পরিপত্র অনুযায়ী কোভিডে আক্রান্ত হওয়া বাংলাদেশ পুলিশের প্রায় ১০ হাজার পুলিশ সদস্য কর্তৃক সরকার ঘােষিত ক্ষতিপূরণের জন্য অর্থ প্রাপ্তির লক্ষ্যে দাখিলকৃত আবেদনসমূহ অর্থ বিভাগে পাঠানো হবে কিনা এ বিষয়ে মতামত দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী করোনায় আক্রান্ত পুলিশের ১০ হাজার পুলিশ সদস্য এককালীন ক্ষতিপূরণ চেয়ে পুলিশ অধিদপ্তরের মাধ্যমে আবেদন জমা দিয়েছে। জমা পড়া আবেদনগুলো অর্থ বিভাগে পাঠানোর বিষয়ে মতামত চেয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আমারসংবাদ/জেআই