বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: মোমেন-ব্লিংকেন বৈঠক ২৪ ফেব্রুয়ারি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন যুক্তরাষ্ট্রের সাথে ‘বিস্তৃত’ আলোচনা করতে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন।
সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনসহ দেশটির একাধিক কর্মকর্তার সাথে আবদুল মোমেন বৈঠকে অংশ নেবেন।
সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, আমি আজ (সোমবার রাতে) মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ২৪ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময়) দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বৈঠক হবে।
ড. মোমেন বলেন, এখানে সুনির্দিষ্ট কোন সমস্যা নেই তবে যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন আসায় তাদের সাথে সম্পর্কের সকল বিষয়েই আলোচনা হবে।
তিনি বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেক দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চাই।
আমারসংবাদ/জেআই