Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

শিশু ফাতিমা বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২১, ০২:১৫ পিএম


শিশু ফাতিমা বাঁচতে চায়

জটিল কিডনি রোগে আক্রান্ত শিশু ফাতিমা বাঁচতে চায়। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে শিশুটি।

শেরে ই-বাংলানগর ঢাকায় অবস্থিত ন্যাশনাল ইনষ্টিটউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোজী হাসপাতালে ডাঃ অধ্যাপক মাহবুর আলম সাহেবের তত্বাবধানে চিকিৎসা নিয়ে সে বর্তমানে গ্রামে অবস্থান করছে। হতদরিদ্র পরিবারটি যেখানে অন্যের বাড়িতে বসবাস করছে।

শিশু ফাতিমা ভূমিহীন অসহায় হতদরিদ্র এক ভ্যানচালকের দ্বিতীয় কন্যা সন্তান। হতদরিদ্র পরিবারে ফাতিমার বাবা একজন মাত্র ব্যক্তি উপার্জনকারী।

খোঁজ নিয়ে জানা যায়, শিশু ফাতিমা শারীরিক উন্নতির জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। আর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অর্থের। সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষের নিকট শিশু ফাতিমার জন্য দোয়া ও সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

যোগাযোগ: আমিন নমোহাম্মাদ আলী কারিকার (বাবা), মোবাইল: ০১৩০৪৫৩১২১৯ (বিকাশ), বসন্তপুর, কালিগঞ্জ, সাতক্ষীরা।

আমারসংবাদ/জেআই