Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৮, ২০২১, ১০:০০ এএম


করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬২৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ২১ হাজার ২১২টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২০ হাজার ৯২৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.৪৫ শতাংশ। এর আগেরদিন বুধবার শনাক্তের হার ছিল ৭.৬৮ শতাংশ।

মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২.৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৬১ শতাংশ।

এর আগে বুধবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু ও ১ হাজার ৮৬৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

আমারসংবাদ/জেআই