Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আগামীকাল থেকে বন্ধ হচ্ছে করোনার ১ম ডোজের টিকাদান

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৫, ২০২১, ১০:৫৫ এএম


আগামীকাল থেকে বন্ধ হচ্ছে করোনার ১ম ডোজের টিকাদান

আগামীকাল থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকাদান। তবে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মজুদ কমে আসায় এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তা না কাটায় সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ দিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশেদ আলম জানান, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে সিরাম ইনস্টিটউট থেকে আরও ২০ লাখ টিকা আসার সম্ভাবনা রয়েছে। বিনামূল্যে কোভ্যাক্স দেবে আরও ১ লাখ ফাইজারের টিকা। এছাড়া আরও ৫লাখ টিকা পাওয়ার উপহার দেবে চীন।

সরকারি সূত্রমতে, গত ৭ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে গত ২৩ এপ্রিল পর্যন্ত দেশের ৫.৭৮ মিলিয়ন মানুষ প্রথম ডোজের টিকাগ্রহণ করেছেন।

আমারসংবাদ/জেআই