Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

মুনিয়ার পরিবারকে আইনি সহায়তার ঘোষণা ব্যারিস্টার সুমনের

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৮, ২০২১, ১১:১০ এএম


মুনিয়ার পরিবারকে আইনি সহায়তার ঘোষণা ব্যারিস্টার সুমনের

রাজধানীর গুলশান থেকে কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার (২৮ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে এই ঘোষণা দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এই প্রসিকিউটর।

ব্যারিস্টার সুমন বলেন, মুনিয়া এতিম। তার বাবা-মা পৃথিবীতে বেঁচে নেই। এই এতিম মেয়ের পরিবার যদি ভালো আইনজীবী না পান তাহলে আমি তার পরিবারের পক্ষে দাঁড়াতে চাই। মুনিয়ার পরিবারকে আমি যে কোনো ধরনের আইনি সহায়তা দিতে প্রস্তুত আছি।

তিনি বলেন, আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই আবেদন রাখবো, নেত্রী আপনি তো শক্তিশালী যুদ্ধাপরাধীদেরও ৩০/৩৫ বছর পরে হলেও বিচারের মুখোমুখি করেছেন। তাই আমার বিশ্বাস জনগণের যে প্রত্যাশা আপনার ওপর, বসুন্ধরা হোক বা যে শিল্প প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের যেকোনও ধরনের অপরাধ আপনি যতদিন নেতা হিসেবে থাকবেন, নিশ্চয়ই তাদের বিচার এই মাটিতে হবে। সুষ্ঠু বিচার হবে এবং জনগণের সামনে এটা প্রমাণিত হবে যে আপনি কোনও কিছুতেই পিছপা হননি। সে যে-ই হোক না কেন।

একইসঙ্গে এই ‍মৃত্যুর ঘটনায় দল-মত নির্বিশেষে এই মুক্তিযোদ্ধার সন্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আমারসংবাদ/জেআই