Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বেড়েছে মাছ-মাংসের দাম, সবজির দর আগের মতই

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২১, ০৯:২৫ এএম


বেড়েছে মাছ-মাংসের দাম, সবজির দর আগের মতই

প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, যা ঈদের আগে ৫৫০ টাকা ছিল। এছাড়া ঢাকার বাজারে দাম বেড়ে মাছেরও। রোববার (১৬ মে) রাজধানীর কাঁচাবাজারগুলো ঘুরে এমন চিত্র দেখা যায়।

ঈদের ছুটির পর কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। কেজিতে ১২০ টাকা বেড়ে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়, ঈদের আগের তুলনায় কেজিতে দাম বেড়েছে ৪০ টাকা।

মিরপুর বড়বাগ কাঁচাবাজারের মুরগি বিক্রেতা পিটার বণিক বলেন, ঈদের ছুটির কারণে গত তিনদিন ধরে শহরের কোনো সরবরাহ নেই। সে কারণে সব ধরনের মাছ মাংসের দাম বেড়েছে। দুয়েক দিনের মধ্যে দাম স্বাভাবিক হয়ে আসবে।

গরুর মাংস বিক্রেতা মঈন উদ্দিন বললেন, গত ৩/৪ দিন ধরে গাবতলী বাজার বন্ধ। আজকে একটা গরু জবাই করে চার দোকানে ভাগ করে নিয়েছি। এসব কারণে গরুর মাংসের দাম বেড়েছে।

তবে সবজির বাজার অনেকটা স্বাভাবিক আছে। ঈদের আগের মতই পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, টমেটো ৬০ টাকা থেকে ১০০ টাকা, গাজর ৬০ টাকা থেকে ১০০ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে মিরপুরের বিভিন্ন বাজারে।

এদিকে রুই, কাতল, শিং, মাগুর, পাবদা, চিংড়ি মাছসহ সব ধরনের মাছের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৩০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। 

আমারসংবাদ/জেআই