Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ডিএনসিসির মোবাইল কোর্টের ২১ মামলায় ১ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২১, ০২:৫০ পিএম


ডিএনসিসির মোবাইল কোর্টের ২১ মামলায় ১ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ শনিবার এই অভিযানে ২১টি মামলায় সর্বমোট ১ লাখ ৩৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে প্রতিষ্ঠানটি।

অভিযানে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৮ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ২০ হাজার টাকা, এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৭০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট  সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ২ হাজার ১০০ টাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করে ডিএনসিসি। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

আমারসংবাদ/জেআই