Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

‘আগামী বছরের এপ্রিলের মধ্যে সাত কোটি টিকা আসবে’

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৫, ২০২১, ০৩:৩০ পিএম


‘আগামী বছরের এপ্রিলের মধ্যে সাত কোটি টিকা আসবে’

আগামী বছরের এপ্রিলের মধ্যে দেশে সাত কোটি করোনার টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (১৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগস্টের মধ্যে আসছে ২ কোটি ভ্যাকসিন।

মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে আসবে অক্সফোর্ডের ২৯ লাখ ভ্যাকসিন। জুলাইয়ের শেষ দিকে আসবে ৩০ লাখ করোনার ভ্যাকসিন। আর আগস্টের শুরুতে কোভ্যাক্সের ১০ লাখ ডোজ করোনার টিকা আসবে।

তিনি আরো জানান, ২০২২  সালের এপ্রিলের মধ্যে দেশে আসবে সাত কোটি করোনা ভ্যাকসিন। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। 

[embed]<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmdshahriar.alam.5%2Fposts%2F10224634739229981&show_text=true&width=500" width="500" height="498" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>[/embed]

আমারসংবাদ/জেআই