Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

হেলেনার বিরুদ্ধে মামলার তদন্তভার পেল ডিবি

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২১, ০৩:৩০ পিএম


হেলেনার বিরুদ্ধে মামলার তদন্তভার পেল ডিবি

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

রোববার (১ আগস্ট) বিকেলে গুলশান থানা থেকে মামলার তদন্তভার ডিবির স্পেশাল সাইবার ক্রাইম বিভাগে দেওয়া হয়।

সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে ডিবির কাছে সোপর্দ করা হয়েছে। তিন দিনের রিমান্ডের আজ দ্বিতীয় দিন।

এদিকে রোববার হেলেনা জাহাঙ্গীরকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আমারসংবাদ/জেআই