Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি দেবে সাব-এডিটরস কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২১, ০৩:৪০ পিএম


সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি দেবে সাব-এডিটরস কাউন্সিল

সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল। বুধবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের ফেসবুক পেইজে https://www.facebook.com/subeditors/ এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। 

প্রকাশিত ঘোষণায় বলা হয়, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল সম্মানিত সদস্যবৃন্দের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। যেসব সদস্যের সন্তান ২০১৯ ও ২০২০ সালে পিইসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস করেছে তারা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

ঘোষণায় মেধাবৃত্তির জন্য বেশ কিছু নিয়মাবলি উল্লেখ করা হয়। 

১. পরীক্ষায় জিপিএ ‘৫’ পেতে হবে।

২. ২০২০ সালে যাদের সন্তান অটোপাস (জেএসসি, এইচএসসি) করেছে তার মূল্যায়ন হবে পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

৩. যেহেতু পিইসির (অটোপাস) পূর্ববর্তী কোনো স্তর নেই তাই এক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই।

৪. আবেদনের সঙ্গে সংশি­ষ্ট মার্কশিটের ফটোকপি জমা দিতে হবে।

৫. আবেদনকারী কোন হাউসে কাজ করেন, ঠিকানা ও ফোন নম্বর উলে­খসহ আবেদন হাতে লিখে বা কম্পিউটার কম্পোজ করে পাঠাতে পারবেন।

৬. আবেদনের সঙ্গে সন্তানের (শিক্ষার্থী) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

৭. বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৮. আবেদন আগামী ৫ অক্টোবরের মধ্যে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের অফিস, ইসলাম স্ট্যাট, ৫৫/১ পুরান পল্টন (তৃতীয় তলা), ঢাকা ১০০০ পৌঁছাতে হবে। আবেদন ও সন্তানের প্রয়োজনীয় নথিপত্র অনলাইনেও পাঠাতে পারবেন। অনলাইনে আবেদন পাঠানোর ঠিকানা- (medhabritty@gmail.com)। এছাড়া নির্বাহী কমিটির যে কারো কাছে আবেদন জমা দেয়া যাবে।

সংগঠনটির মেধাবৃত্তি সংক্রান্ত উপ-কমিটির আহবায়ক অলক বিশ্বাসের নামে ঘোষণাটি প্রকাশিত হয়।

আমারসংবাদ/জেআই