Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মুফতি ইব্রাহীম ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ১০:৩৫ এএম


মুফতি ইব্রাহীম ২ দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুফতি কাজী ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ আদেশ দেন।

এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবির সাইবার ইউনিটের উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান। আসামিপক্ষে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চান। শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড আদেশ দেন।

এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবির পক্ষ থেকে থেকে জানানো হয়, সোমবার রাত ২টার দিকে ডিবির একটি বিশেষ দল ইব্রাহীমকে মোহাম্মদপুরের বাসা থেকে আটক করেছে।

মঙ্গলবার তার নামে অর্থ আত্মসাত ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করা হয়।

আমারসংবাদ/জেআই